রাজবাড়ীতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় আওয়ামী লীগ নেতা, এলজিইডির উপসহকারী প্রকৌশলী, সার্ভেয়ার ও ঠিকাদারসহ ছয়জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। গত বুধবার বিকেলে বিশেষ আদালতের দায়িত্বপ্রাপ্ত রাজবাড়ী জেলা ও দায়রা জজ মোছা. জাকিয়া সুলতানা জামিন নামঞ্জুর করে রুমি এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. আশরাফ উদ্দিন, নাসিম অ্যান্ড ব্রাদার্স এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মুকুল হোসেন, মেসার্স তাশরিফ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী তৌফিক এলাহী, মেসার্স জাকির এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আওয়ামী লীগ নেতা জাকির হোসেন মোল্যা, কালুখালী উপজেলা এলজিইডির সার্ভেয়ার শেখ মো. সফিকুল ইসলাম, সাবেক উপসহকারী প্রকৌশলী মো. আবুল হোসেন।
মামলা সূত্রে জানা গেছে, দুদক সমন্বিত ফরিদপুর জেলা কার্যালয়ের সাবেক সহকারী পরিচালক, বর্তমান ঢাকা প্রধান কার্যালয়ের মানি লন্ডারিং শাখার উপপরিচালক কমলেশ মন্ডল বাদী হয়ে ২০২১ সালের ১৬ জুন মামলাটি করেন।
মামলাটি দুদকের কমিশনার (তদন্ত) মো. জহুরুল হক তদন্ত করেন। পরে ২০১৬-১৭ অর্থবছরে কালুখালী উপজেলা পরিষদের প্রকল্পগুলো অনুসন্ধানে তিন সদস্যের প্রকৌশলী টিম গঠন করা হয়। তদন্তে বিভিন্ন দুর্নীতির প্রমাণ পাওয়ায় গত ৮ জুন আদালতে চার্জশিট দাখিল করা হয়।
রাজবাড়ীর দুদকের পিপি বিজন কুমার বোস জানান, দুদকের দায়েরকৃত মামলায় আদালতে হাজির হয়ে জামিন নিতে এলে ছয়জনকে কারাগারে প্রেরণ করা হয়েছে।