নানা আয়োজনে রাজবাড়ীতে পালিত হয়েছে একুশে পদকপ্রাপ্ত চিত্রশিল্পী মনসুর উল করিমের ৭৩ তম জন্মবার্ষিকী। মনসুর উল করিম স্মৃতি পরিষদের উদ্যোগে শুক্রবার সকালে রাজবাড়ী জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আর্ট ক্যাম্পের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খান।
সংগঠনের আহ্বায়ক খোকন মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তৃতা করেন রাজবাড়ী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যড. ইমদাদুল হক বিশ্বাস, রাজবাড়ীর সাবেক জেলা শিক্ষা কর্মকর্তা আজিজা খানম, রাজবাড়ী জেলা উদীচীর সাবেক সভাপতি ডা. সুনীল কুমার বিশ্বাস, রাবেয়া কাদের স্মৃতি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা নজরুল ইসলাম, জেলা যুবলীগের সভাপতি শওকত হাসান প্রমুখ।
আলোচনা শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। রাজবাড়ীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। পরে আর্ট ক্যাম্পে অংশ নেন চিত্রশিল্পী তরুণ ঘোষ, রাজকুমার পালসহ চিত্রশিল্পীবৃন্দ।
মনসুর উল করিম ১৯৫০ সালের ১৪ জুলাই রাজবাড়ী জেলায় জন্মগ্রহণ করেন। ২০২০ সালের ৫ অক্টোবর তিনি মৃত্যুবরণ করেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের অধ্যাপক ছিলেন।