মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৪:৩৯ পূর্বাহ্ন

কালুখালীর ভূমিহীন দম্পতি পাননি সরকারি ঘর

শহিদুল ইসলাম,কালুখালী ॥
  • Update Time : শুক্রবার, ১৪ জুলাই, ২০২৩
  • ৮১ Time View

রাজবাড়ীর কালুখালী উপজেলার এক ভূমিহীন দম্পত্তি সরকারি ঘর পাওয়া থেকে বঞ্চিত হয়েছে। ওই দম্পত্তির নাম লোকমান মিয়া ও মলিনা বেগম। তারা কালুখালী রেলওয়ে স্টেশনের চা দোকানে বসবাস করে।

লোকমান ও মলিনা উভয়ই প্রতিবন্ধী। কালুখালী স্টেশনে রেললাইনের পাশে একটি ছোট কক্ষ ভাড়া নিয়ে তারা বসবাস করে। ওই কক্ষেই তারা দিনে চা বিস্কুট বেঁচাকেনা করে। এতে দেড় থেকে দু শ টাকা লাভ হয়। তা দিয়ে কোনমতো চলে তাদের ছোট সংসার। তবে বেচাকেনা না থাকলে ক্ষতির বোঝাও বহন করতে হয় তাদের। এমন দিনে না খেয়ে রাত কাটাতে হয় তাদের।

লোকমান মিয়া ও মলিনা বেগম জানান, তারা ভূমিহীন মানুষ। তারপরও প্রধানমন্ত্রীর প্রদত্ত ঘর থেকে বঞ্চিত হয়েছেন। তারা বলেন, আমাদের কথা গোপন রেখে উপজেলা প্রশাসন কালুখালীকে ভূমিহীনমুক্ত উপজেলা ঘোষনা করেছে।

লোকমান মিয়া ও মলিনা বেগম এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022 daily Amader Rajbari
Theme Dwonload From ThemesBazar.Com