রাজবাড়ী সদর উপজেলার আলহাজ্ব নিজামউদ্দিন আহম্মদ উচ্চ বিদ্যালয়ে নিয়ম বহির্ভূতভাবে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ ও ভুল বুঝিয়ে রেজুলেশনে স্বাক্ষর নেওয়ার অভিযোগ এনে তা বাতিলের দাবি জানিয়েছেন বিদ্যালয়ের তিনজন অভিভাবক সদস্য। তারা হলেন মো. অহিদুজ্জামান, মো. মোহন সেখ ও মো. জিয়া বিশ্বাস। গত ২ জুলাই তারিখে উপজেলা শিক্ষা অফিসার বরাবর লিখিত আবেদনে তারা এ দাবি জানান। আবেদনের অনুলিপি রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য, রাজবাড়ী জেলা প্রশাসক, জেলা শিক্ষা কর্মকর্তা ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান বরাবর প্রেরণ করা হয়েছে।
লিখিত আবেদনে উল্লেখ করা হয়েছে, প্রধান শিক্ষক দেওয়ান মো. আনিসুর রহমান স্কুলের উন্নয়নের কথা বলে বাজেট সভায় তাদের রেজুলেশন বইতে স্বাক্ষর করতে বলেন। তারা সরল মনে সেখানে স্বাক্ষর করেন। গত ৩০/০৬/২৩ এই তারিখে স্কুলের নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে কিছু সংখ্যক পদে জনবল নিয়োগ করতে প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত নেওয়া হয়। এই নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয় গত ১৬/০৬/২৩ তারিখে। যে সময়টা ছিল কুরবানির ঈদ ও বিদ্যালয় বন্ধের সময়। বিজ্ঞপ্তির কোন সংযুক্তি নেটিশ বোর্ডে টাঙানো হয়নি। সম্পূর্ণ অস্বচ্ছ প্রক্রিয়ায় এ বিজ্ঞপ্তি প্রকাশ করে নিজেদের আত্মীয় স্বজনদের কাছ থেকে আবেদন গ্রহণ করা হয়েছে। রেজুলেশন বইতে প্রধান শিক্ষক তাদের যে স্বাক্ষর করিয়েছেন সেটি উন্নয়ন বা বাজেট মিটিংয়ের রেজুলেশন বই ছিলনা। সেটি নিয়োগ বিজ্ঞপ্তির রেজুলেশন বই ছিল। বিষয়টি তারা পরে জানতে পারেন। এই নিয়োগ বিজ্ঞপ্তি বাতিলের দাবি করেন তারা।
অভিযোকারীদের মধ্যে অভিভাবক সদস্য মো. অহিদুজ্জামান মন্ডল বলেন, এই স্কুলে যে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে তা আমাদের জনানো হয়নি। এ বিষয়ে কোন সভাও করা হয়নি। কোন সভায় আমাদের ডাকা হয়নি। আরো কয়েকজন স্কুলের সদস্য রয়েছেন তারা এ বিজ্ঞপ্তির বিপক্ষে রয়েছেন।
আলহাজ্ব নিজামউদ্দিন আহম্মদ উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক দেওয়ান মো.আনিসুর রহমান বলেন, অভিযোগটি সঠিক নয়। তাদেরকে ভুল বুঝিয়ে স্বাক্ষর নেওয়া হয়নি। যথাযথ নিয়ম মেনেই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। চারটি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের পর মোট ২০টির মত আবেদন পড়েছে। পরবর্তী প্রক্রিয়ার দিকে তারা অগ্রসর হচ্ছেন। কী কারণে তারা এ অভিযোগ করেছেন তা তার জানা নেই বলে জানান।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নুর মোহাম্মদ ভূইয়া জানান, বিদ্যালয়ের তিনজন সদস্য যে অভিযোগ করেছেন তা উদ্দেশ্য প্রণোদিত।
রাজবাড়ী সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মধুসুদন সাহা জানান, ওই স্কুল থেকে নিয়োগের প্রক্রিয়া চালাচ্ছে। এর মধ্যে একটি লিখিত অভিযোগ এসেছে। ম্যানেজিং কমিটির তিনজন সদস্য অভিযোগ করেছেন তাদের ভুল বুঝিয়ে রেজুলেশনে স্বাক্ষর নিয়েছে। রেজুলেশন বই তিনি দেখেছেন। বিষয়টি তদন্ত করে একটি রিপোর্ট দেবেন।
রাজবাড়ী জেলা শিক্ষা কর্মকর্তা মো. হাবিবুর রহমান জানান, এ সংক্রান্ত একটি অভিযোগ এসেছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে সঙ্গে নিয়ে বিষয়টি খতিয়ে দেখা হবে।