রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার মেয়র নজরুল ইসলাম মন্ডলের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১ টায় গোয়ালন্দ উপজেলার সর্বস্তরের জনগণের ব্যানারে ঢাকা-খুলনা মহাসড়কের পৌরসভার সামনে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
জানা গেছে, গত ২৫ শে মে পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের বাসিন্দা শহিদ শেখ পৌর মেয়রের বিরুদ্ধে হাটবাজারের ইজারাসহ বিভিন্ন অভিযোগ এনে দুর্নীতি দমন কমিশনে ডাক যোগে একটি অভিযোগ করেন। পরবর্তীতে ২৬ শে জুন দুদকের তদন্তের দৃশ্যমান অগ্রগতির প্রত্যাশায় উচ্চ আদালতে রিট করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, শহিদ শেখ একজন ভূয়া প্রতিবন্ধী সেজে সরকারি ভাতা গ্রহন করছেন। এর আগে ভূয়া সার্টিফিকেট দাখিল করে আনসার ভিডিপিতে চাকরি নেন। পরবর্তীতে জাল সার্টিফিকেট ধরা পড়লে তিনি সেখান থেকে চাকরিচ্যুত হন। এছাড়া নিজেকে যুবলীগ নেতা পরিচয় দিয়ে উপজেলার দেবগ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাফিজুল ইসলামের দশ বছর আগের ক্রয়কৃত জমিতে জোর করে ঘর উঠানোর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। পৌরসভার মেয়র নজরুল ইসলাম মন্ডল বলেন, সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে বিভিন্ন সময় পৌরসভা থেকে শহীদের বিরুদ্ধে নোটিশ করা হয়। সেই আক্রোশে তিনি কতিপয় কুচক্রী মহলের ইন্ধনে আমার বিরুদ্ধে সম্প্রতি দুদকে মিথ্যা অভিযোগ করেন। তার ভিত্তিতে কয়েকটি গণমাধ্যম তথ্যের কোন রূপ যাচাই-বাছাই ছাড়াই সংবাদ পরিবেশন করে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
মানববন্ধনে বক্তব্য রাখেন গোয়ালন্দ কামরুল ইসলাম সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ খন্দকার আব্দুল মুহিত, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি গোলাম মোর্তজা হেলাল, পৌরসভার প্যানেল মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দীন রনি, ত্রান ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির পলাশ, দেবগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজুল ইসলাম, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক রফিকুল ইসলাম সালু, বাজার ব্যাবসায়ী পরিষদের সভাপতি ছিদ্দিক মিয়া, বাজার ব্যাবসায়ী পরিষদের সাধারণ সম্পাদক খোকন শেখ, ব্যাবসায়ী নিরঞ্জন কুমার আগরওয়ালা, উপজেলা ছাত্রলীগের সভাপতি তুহিন দেওয়ান প্রমুখ।