দেশসেরা শিক্ষার্থী কুইনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। রাজবাড়ী কিন্ডার গার্টেন, রোকনুজ্জামান দাদা ভাই কচিকাচার মেলা ও রাজবাড়ী আবৃত্তি পরিষদের যৌথ উদ্যোগে বুধবার সকালে তাকে সংবর্ধনা দেওয়া হয়।
রাজবাড়ী কিন্ডার গার্টের প্রাঙ্গনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রতিষ্ঠানের অধ্যক্ষ নুরুল হক আলমের সভাপতিত্বে বক্তৃতা করেন কুইনের নানা রাজবাড়ী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার, কুইনের মা শামীমা আক্তার মুনমুন, রাজবাড়ী সুহৃদ সমাবেশের সভাপতি কমলকান্তি সরকার প্রমুখ। অনুষ্ঠানে কুইনকে ফুল, ক্রেস্ট উপহার ও উত্তরীয় পরিয়ে সংবর্ধিত করা হয়।
কুইন তার প্রতিক্রিয়ায় বলেন, খুবই ভালো লাগছে এখানে আসতে পেরে। জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় যেতে পারা খুবই ভাগ্যের ব্যাপার। স্বনামধন্য ব্যক্তিদের সাথে সরাসরি কথা বলা যায়। তাদের সান্নিধ্য পাওয়া যায়। তাদের উপদেশ পরামর্শ চলার পথের পাথেয়। নিষ্ঠা একাগ্রতা থাকলে সবকিছুই সম্ভব।
অনুষ্ঠান সঞ্চালনা করেন রাজবাড়ী কিন্ডার গার্টেনের সহকারী শিক্ষক কেয়া আক্তার।
রাজবাড়ী সরকারি কলেজের উচ্চ মাধ্যমিকের ছাত্রী কুইন চলতি বছর ২০২৩ সালে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতায় ভাষা ও সাহিত্য ক্যাটাগরিতে কলেজ গ্রুপে সেরা মেধাবী, জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতায় কলেজ পর্যায়ে দ্বিতীয় সেরা নির্বাচিত হয়েছেন। এছাড়া ২০২২ সালে তিনি দেশ সেরা শিক্ষার্থী নির্বাচিত হয়েছিলেন।