রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড়ে শব্দদূষণ আইনে চারটি যানবাহনকে ২ হাজার টাকা জরিমানা ও বসন্তপুরে অবৈধ পলিথিন রাখার দায়ে দুই দোকানিকে তিন হাজার টাকা জরিমানা করা হয়।
রাজবাড়ী জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাইফুল হুদা উপরোক্ত দুইটি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন। উক্ত মোবাইল কোর্টে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর, ফরিদপুর জেলা কার্যালয়ের উপপরিচালক সাঈদ আনোয়ার এবং প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, ফরিদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মাহফুজুর রহমান। এসময় মোবাইল কোর্ট অভিযান পরিচালনায় সহায়তা প্রদান করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ।