রাজবাড়ীর কালুখালী থানার পুলিশ ২ গ্রাম হেরোইনসহ রমজান শেখ নামে একজনকে আটক করেছে।
কালুখালী থানার ওসি প্রাণবন্ধু চন্দ্র বিশ^াস জানান, কালুখালী থানার এএসআই সুবোধ চন্দ্র বর্মন ও এএসআই মীর সোলায়মান সঙ্গীয় র্ফোস সহ রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার মোহনপুর থেকে রমজান শেখ(৫০)] পিতা মৃত ইমারত শেখ মোহনপুর থানা কালুখালী জেলা-রাজবাড়ীকে ১২ পুড়িয়া হোরোইন পলিথিন সহ ওজন দুই গ্রামসহ গ্রেফতার করা হয়ছে। এব্যাপারে মামলা হয়েছে।