রাজবাড়ীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃকলেজ ফুটবল টুর্ণামেন্ট সিজন ২০২২-২০২৩ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকাল সাড়ে চারটায় জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে ও জেলা ক্রীড়া সংস্থার সার্বিক সহযোগীতায় এ খেলার উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে খেলার উদ্বোধন করেন রাজবাড়ী -১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী।
রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কয়সার খানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী সংরক্ষিত আসনের সংসদ সদস্য সালমা চৌধুরী রুমা, জেলা পরিষদ চেয়ারম্যান একেএম শফিকুল মোর্শেদ আরুজ, পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান, জেলা ক্রীড়া কর্মকর্তা মো. শাহীন সুলতান রাজা। উদ্বোধনী দিনে দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়। এতে ১ম খেলায় রাজবাড়ী সরকারী কলেজ ১-০ গোলে গোয়ালন্দ কামরুল ইসলাম সরকারী কলেজকে পরাজিত করে।
দ্বিতীয় ম্যাচে ৪০ মিনিটের খেলায় কোন গোল না হওয়ায় টাইব্রেকারে কালুখালী সরকারী কলেজ-মাছপাড়া মহাবিদ্যালয়কে ৪-৩ গোলে পরাজিত করে বিজয়ী হয়।