গ্রামীণ ব্যাংকের উদ্যোগে ফরিদপুর জোনের সদরপুর ১২ টি শাখায় ৭ লাখ ৪৯ হাজার ৮ শত টি বিভিন্ন জাতের ফলজ ও বনজ গাছের চারা পর্যায়ক্রমে গত পহেলা মে থেকে আগামী সেপ্টেম্বর পর্যন্ত বিতরণ অব্যাহত থাকবে। গত ২০ শে জুন সকাল ৯ টা থেকে দিনব্যাপী এক বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন সদরপুর এরিয়া ম্যানেজার মোকাদ্দেম হোসেন মোল্লা ও প্রোগ্রাম অফিসার মো. এনামুল ইসলাম সহ শাখার অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। উক্ত শাখায় ১৩ হাজার ৪০২ টি চারাগাছের মধ্যে গতকাল ৯ হাজার ১৯৭ টি বিভিন্ন জাতের ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়। একই দিনে নগরকান্দা এরিয়ার কৃষ্ণপুর শাখায় ১২ হাজার ৬০৪ টি চারা গাছের মধ্যে ৯ হাজার ৬০৮ টি চারা গাছ সম্মানিত সদস্যের মাঝে বিতরণ করা হয়। উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন নগরকান্দা এরিয়া ম্যানেজার সুজিত কুমার বিশ্বাস সহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।