রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ১৬টি পরিবারের মাঝে সরকারের সহযোগিতামূলক প্রত্যেক পরিবারের ২ বান্ডিল ঢেউটিন ও ছয় হাজার টাকা চেকের মাধ্যমে বিতরণ করা হয়েছে। বুধবার দুপুর ১২ টায় বালিয়াকান্দি উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এ টিন ও চেক বিতরণ করা হয়। আনুষ্ঠানিক ভাবে টিন ও চেক বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাসরিন সুলতানা, নবাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাদশা আলমগীর প্রমুখ।