রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা দৌলতদিয়া প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের মধ্যে ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দৌলতদিয়া গণস্বাস্থ্য কেন্দ্রের আয়োজনে দৌলতদিয়া করনেশনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের মধ্যে এ ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্প অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন করনেশনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আ: খালেক, সহকারি শিক্ষক মো. ইউনুছ আলী বেপারী, মিজানুর রহমান, মো. জিয়াউল হক, লাকী আক্তারী, দৌলতদিয়া গণস্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল টেকনোলজিস্ট মো. ঈমান হোসাইন, ফিল্ড অ্যানিমেটর মো. সাজ্জাদ হোসেন, প্যারামেডিক মোছা: বেদেনা আক্তার, খাদিজা খাতুন, পিয়ার এডুকেটর রেহেনা আক্তার প্রমুখ।
করনেশনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালকে ধন্যবাদ জানিয়ে বলেন, রক্তের গ্রুপ জেনে রাখা সবার জন্য ভালো। স্বল্প খরচে স্কুলের শিক্ষার্থীদের রক্তের গ্রুপ জানতে পেরে আমাদের অনেক উপকার হলো। শিক্ষার্থীদের ইউনিক আইডিতে রক্তের গ্রুপ দিতে হয়। রক্তের গ্রুপ জানার জন্য শিশুদের গোয়ালন্দ উপজেলা গিয়ে করতে হতো। এতে দূরত্ব বেশি হওয়ার পাশাপাশি অর্থও খরচ হতো অনেক বেশি।