রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার ৫৫ কোটি ৫৬ লক্ষ ৮ হাজার ৯ শত ৭৯ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার পৌরসভা মিলনায়তনে বাজেট ঘোষণা করেন অনুষ্ঠানের সভাপতি ও পৌর মেয়র মো. নজরুল ইসলাম মন্ডল।
পৌরসভার হিসাব রক্ষক কর্মকর্তা মো. রেজাউল করিম বাজেটের বিস্তারিত তথ্য তুলে ধরেন। এতে মোট রাজস্ব আয় ৪ কোটি ৮ লাখ ১৫ হাজার, ব্যায় হিসেবে ৩ কোটি ৯৩ লাখ, ১৫ হাজার। রাজস্ব উদ্বৃত্ত দেখানো হয়েছে ১৫ লাখ টাকা। এছাড়া প্রকল্পসহ উন্নয়ন আয় ধরা হয়েছে ৫১ কোটি, ১ লাখ, ৫৬ হাজার ১১৫ টাকা, ব্যায় ধরা হয়েছে ৫১ কোটি ৫০ হাজার টাকা। উন্নয়ন উদ্বৃত্ত (প্রকল্প সহ) দেখানো হয়েছে ১ লক্ষ ৬ হাজার ১১৫ টাকা।
প্রস্তাবিত বাজেটের মূলধন থেকে আয় দেখানো হয়েছে ৪৬ লাখ ৩৭ হাজার ৮৬৪ টাকা। মূলধন ব্যয় হিসেবে ধরা হয়েছে ২০ লাখ টাকা। মোট মূলধন উদ্ধৃত্ত ধরা হয়েছে ২৬ লক্ষ ৩৭ হাজার ৮৬৪ টাকা।
বাজেট ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি স্বপন কুমার মজুমদার, গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফারসিম তারান্নুম হক, সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজের ভাইস প্রিন্সিপাল আব্দুল হালিম তালুকদার, রাবেয়া ইদ্রিস মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুল কাদের শেখ, পৌর নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন, গোয়ালন্দ ঘাট থানার ওসি (তদন্ত) উত্তম কুমার ঘোষ, উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. গোলজার হোসেন মৃধা, গোয়ালন্দ বাজার ব্যবসায়ী পরিষদের সভাপতি মো. ছিদ্দিক মিয়া, পৌরসভার প্যানেল মেয়র মো. ফজলুল হক, গোয়ালন্দ প্রেস ক্লাবের সভাপতি রাশেদ রায়হানসহ পৌরসভার সকল কাউন্সিলর, স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ প্রমুখ।