রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মার ১৪কেজি ৭শ গ্রাম বোয়াল ও ১২ কেজি ২শ গ্রাম ওজনের একটি চিতল মাছ বিক্রি হয়েছে ৪১ হাজার ৯শ ৪৫ টাকা। মাছ দুটি পাবনা জেলার ঢালারচর এলাকার জেলে মঙ্গল হালদারের জালে ধরা পরে।
সোমবার বেলা সাড়ে ১১ টার দিকে মঙ্গল হালদারের সাথে মুঠোফোনে যোগাযোগ করে নৌকা নিয়ে পদ্মা নদীর মাঝামাঝি গিয়ে দরদাম করে দৌলতদিয়া ৫নং ফেরিঘাটের মৎস্য ব্যবসায়ী শাহজাহান শেখ মাছ দুটি কিনে নেন।
শাহজাহান শেখ জানান, ১৪ কেজি ৭শ গ্রাম ওজনের বোয়াল মাছটি ১ হাজার ৬০০ টাকা কেজি ও ১২ কেজি ২শ গ্রাম ওজনের চিতল মাছটি ১ হাজার ৪০০টাকা কেজি দরে মোট ৪০ হাজার ৬০০ টাকায় ক্রয় করেছি।