রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা, পৌর ও কলেজ শাখা ছাত্রদলের নবগঠিত কমিটি বিলুপ্ত ও বাতিলের দাবিতে উপজেলা ছাত্রদলের তৃণমূল নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেছে। সোমবার বেলা ১২ টায় গোয়ালন্দ উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের যৌথ আয়োজনে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
রাজবাড়ী জেলা ছাত্রদলের স্বাক্ষরিত প্যাডে গোয়ালন্দ উপজেলা, পৌর ও কলেজ শাখা ছাত্রদলে অছাত্র, বিবাহিত ও বিতর্ক নেতাদের সমন্বয়ে গোয়ালন্দ ছাত্রদলের কমিটি দেয়ায় তৃণমূল নেতা কর্মীরা উপজেলাধিন সকল কমিটি বিলুপ্ত চেয়ে বিক্ষোভ মিছিল করেছে। এসময় তারা জেলা ছাত্রদলকে বিতর্কিত কমিটি দেয়ায় এমন কমিটি বিলুপ্ত ঘোষণা করার জন্য ২৪ ঘন্টা সময় বেঁধে আল্টিমেটাম দেন।
এসময় বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক সুলতান হোসেন লিখন, শাহরিয়ার আদনান নুর ইসলাম, সদস্য শাহনেওয়াজ আবীর ফিডেল, উপজেলা নবগঠিত কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক শামীম ফেরদৌস সোহেল প্রমুখসহ তৃণমূল ছাত্রদলের নেতা কর্মীরা।
জেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক সুলতান হোসেন লিখন বলেন, নতুন কমিটিতে অছাত্র, বিবাহিত ও বিতর্কিত নেতাদের নিয়ে ঘোষিত এ কমিটি আমরা মানিনা, মানব না। অতিবিলম্বে নবগঠিত কমিটি বাতিল করে পুনরায় ত্যাগী নেতাদের সমন্বয়ে কমিটি ঘোষণার দাবি জানাচ্ছি।