রবিবার সকালে ফরিদপুর গোয়ালচামটে অবস্থিত পরিচর্যা হাসপাতালের সন্মেলন কক্ষে ন্যাশনাল এন্টি টিউবার কিউলোসিস এসোসিয়েশন অব বাংলাদেশ(নাটাব)এর আয়োজনে সাংবাদিকদের সাথে যক্ষা নিরোধ সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সেমিনারে নাটাব এর ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক শেখ ফয়েজ আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলার সিভিল সার্জন মো. সিদ্দিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক্তার এম এ জলিল ও ডাক্তার আসাদুজ্জামান। এসময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তারা। ফরিদপুর জেলা সিভিল সার্জন অফিসের তথ্য মতে ২০২২ সালে ১৫৭৭ জন যক্ষা রোগী ছিল। সরকারি হাসপাতাল ও বিভিন্ন এনজিওর মাধ্যমে যক্ষা রোগীদের বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়। ১০০ জনের মধ্যে ৩০ জনের শরীরে যক্ষা রোগের জীবাণু রয়েছে। যক্ষা সম্পূর্ণ রূপে ভালো হয়না। তবে চিকিৎসা মাধ্যমে নিয়ন্ত্রণ করা যায়।