রাজবাড়ীতে গতকাল শনিবার বিকেলে প্রথমআলো রাজবাড়ী বন্ধুসভার উদ্যোগে রবীন্দ্র-নজরুল জয়ন্তী ও দেশ সেরা দুই বন্ধুকে সংবর্ধনা দেওয়া হয়েছে। জেলা শিল্পকলাএকাডেমীতে এই সংবর্ধনার আয়োজন করা হয়।
সংবর্ধিত দুইজন হলেন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হাসান ও বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতায় ভাষা ও সাহিত্য (বাংলা ও ইংরেজী) ক্যাটাগরিতে কলেজ পর্যায়ে দেশ সেরা মেধাবী শিক্ষার্থী কুইন। ইকবাল হাসান বন্ধুসভার উপদেষ্টা। তিনি গোয়ালন্দ উপজেলায় শিক্ষা কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন। কুইন রাজবাড়ী সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ও বন্ধুসভার বন্ধু।
সংবর্ধনা অনুষ্ঠানে আলোচনার ফাঁকে গান ও কবিতা আবৃত্তি অনুষ্ঠিত হয়। আলোচনায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও রাজবাড়ী সরকারি কলেজের সহকারী অধ্যাপক আরিফুর রহমান। সঞ্চালনা করেন সাবেক সাধারণ সম্পাদক নাহিদুল ইসলাম।
বক্তব্য দেন জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুুল জব্বার, যুদ্ধকালীন কমান্ডার বীর মুুক্তিযোদ্ধা ডা. কামরুল হাসান লালী, বন্ধুসভার উপদেষ্টা ও রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজের প্রাক্তন অধ্যক্ষ মো. নুরুজ্জামান, অধ্যাপক দিলীপ কুমার কর্মকার, রাজনীতিবিদ আবদুস সামাদ মিয়া, নাগরিক কমিটির সাধারণ সম্পাদক ফকীর শাহাদাত হোসেন, বন্ধুসভার সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক কার্ত্তিক চন্দ্র দাস। স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর রাজবাড়ী প্রতিনিধি এজাজ আহম্মেদ।
বক্তারা বলেন, যে দেশে গুণের সমাদর নেই সেই দেশে গুণী জন্মাতে পারেনা। প্রথম আলো সব সময় ভালো সঙ্গে থাকে। ভালো মানুষের সঙ্গে থাকে। ইতিবাচক কর্মকান্ডের সঙ্গে থাকে। বন্ধুসভার দুই বন্ধু স্ব স্ব ক্ষেত্রে দেশ সেরা হয়েছেন। এটা বন্ধু সভার জন্য গৌরবের। প্রতিটি বন্ধুর জন্য গৌরবের।
মোহাম্মদ ইকবাল হাসান বলেন, স্বীকৃতি পেতে সবারই খুব ভালো লাগে। এই স্বীকৃতি আমাকে আমার কাজের প্রতিনিষ্ঠা ও একাগ্রতা বাড়িয়ে দেবে। এসডিজি-৪, চতুর্থ শিল্প বিপ্লব এবং স্মার্ট শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার ক্ষেত্রে আরও যতœবান ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করবো।
কুইন বলেন, দেশ সেরা হওয়াতে আমি প্রধানমন্ত্রীর কাছ থেকে পুরস্কার নিতে পেরেছি। এটি আমার জন্য গৌরব ও আনন্দের। আর প্রথমআলো বন্ধুসভার ধন্যবাদ।