আজই তপ্ত বুকে বাতাসে মোর আগুন জ্বলুক,
আজই ঢেউ খেলে যাক স্বপ্নেরা সব তুঙ্গে মাতুক।।
আজ উথাল পাতাল জোছনারা সব হাওয়ায় ভাসুক,
তবু বজ্রকঠিন লক্ষ্যগুলো অটুট থাকুক।।
এই শান্তি সুধার বারতা আজ না পাক মোরে,
এই মোর ক্ষুধা যত হাকুক জোরে।।
ঐ সূর্যটাকে ছিনিয়ে নিয়ে ফিরব যবে-
এই চাঁদের আলোয় ভরবে ভুবন আমার তরে।।
আজ রাঙা প্রভাত ডাকছে দেখো কোন মিছিলে!
আজ মশাল হাতে ছুটতে হবে সেই সে পথে।।
ঐ পথটা হবে আমার এবং আমারই তরে;
সেদিন বুঝবে ঠিকই আমিই ছিলাম সূর্য হয়ে।