রাজবাড়ী জেলার পাংশা শহরে সিরিয়ালের জন্য চাঁদা নেওয়ার প্রতিবাদে শুক্রবার বেলা ১১টার দিকে মানববন্ধন কর্মসূচি পালন করেছে অটোচালকরা। জানা যায়, শহরের প্রাণকেন্দ্র কালিবাড়ি তিন রাস্তার মোড়। এ মোড় হয়ে স্টেশন রোড, থানা রোড ও উপজেলা সড়ক ব্যস্ততম এলাকা হিসেবে পরিচিত। পাংশার উল্লেখিত সড়কের সাদী প্লাজার সামনে থেকে কসবামাজাইল, লাঙ্গলবাদ ও মৃগী, দত্ত মার্কেটের সামনে থেকে হাবাসপুর, বাহাদুরপুর ও চরআফড়া স্লুইজগেট বাজার সড়কে অটোগাড়ী চলাচল করে। এর মধ্যে পাংশা-বাগদুলী-মৃগী এবং পাংশা-পাট্টা-কসবামাজাইল-লাঙ্গলবাদ সড়কে চলাচলকারী অটোচালকদের নিকট থেকে সাদী প্লাজার সামনে সিরিয়াল দেওয়ার নামে ২০ টাকা করে চাঁদা আদায় করতো ২ ব্যক্তি। মাগুড়াডাঙ্গী গ্রামের ওই ২ ব্যক্তি অটোচালকদের নিকট থেকে প্রতি টিপে সিরিয়ালের জন্য ২০ টাকা করে চাঁদা আদায় করতো। এদের মধ্যে ১জন ফল ব্যবসায়ী। নাম লিয়াকত। অন্যজনের নাম আরিফ। শুক্রবার বেলা ১১টার দিকে সাদী প্লাজার সামনে সড়কে মানববন্ধনে অংশ নেয়া অটোচালকরা সিরিয়ালের নামে চাঁদা নেওয়ার বিষয়ে তাদের নাম উল্লেখ করেন।
সিরিয়ালের নামে চাঁদা বন্ধের দাবীতে শুক্রবার মানববন্ধন কর্মসূচি পালন করে ভুক্তভোগী অটোচালকরা। মানববন্ধন কর্মসূচিতে শামসুদ্দিন, মনোয়ার ও সিদ্দিকসহ ২৫-৩০ জন অটোচালক অংশ গ্রহণ করেন। স্থানীয় অটোচালকরা মানববন্ধন কর্মসূচি পালনের তথ্য নিশ্চিত করেছে। শুক্রবার বেলা ১১টার সময় মানববন্ধন কর্মসূচি পালনের পর থেকে ওইদিন কেউ সিরিয়ালের জন্য চাঁদার টাকা নেয়নি বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে।