বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার স্কুল ও কলেজ ক্যাম্পাসে শিশুদের মাঝে বৃহস্পতিবার খাদ্য ও পুষ্টি সামগ্রী বিতরণ করা হয়। সেভ দ্য চিলড্রেন এর সহযোগিতায় কম্প্রিহেনসিভ কেয়ার, প্রটেকশন এন্ড এডুকেশন রেসপন্স ফর চিলড্রেন অ্যাফেক্টেড বাই কোভিড-১৯ লিভিং ইন ব্রোথেলস দৌলতদিয়া প্রকল্পের আওতায় এসডিসি প্রজেক্ট সুইজারল্যান্ডের সহায়তায় ১১২৮ জন শিশুর মাঝে প্রত্যেককে ৫০০ গ্রাম মরিয়ম খেজুর, ২৫০ গ্রাম ভাজা চিনা বাদাম, ২৪০ গ্রাম শক্তি লেক্সাস বিস্কুট (গ্রামীন ড্যানোন) ও ১টি করে পাটের ব্যাগ বিতরণ করা হয় ।
এ উপলক্ষে কর্মজীবী কল্যাণ সংস্থা ( কেকেএস ) ও সেভ দ্য চিলড্রেন এক অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা পরিষদ চেয়ারম্যান ও নির্বাহী পরিচালক কর্মজীবী কল্যাণ সংস্থা ( কেকেএস) বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার, প্রজেক্ট কো-অডিনেটর এসডিসি প্রজেক্ট- আমজাদ হোসেন, প্রজেক্ট কো-অডিনেটর এডুকেশন প্রদীপ প্রকল্প রুমা খাতুন, ফাইন্যান্স এন্ড এইচ আর এসডিসি প্রকল্প-অনিন্দ কুন্ডু, কমিউনিটি মবিলাইজেশন অফিসার এসডিসি প্রকল্প- বিপ্লব কুমার বিশ^াস ও কেকেএস শিশু বিদ্যালয়, প্রদীপ, রিলাক্স প্রকল্পের সকল কর্মকর্তা ও শিক্ষকবৃন্দ।