আদালতের বিচার কার্যক্রম ত্বরান্বিত করার অন্যতম পূর্বশর্ত হলো সাক্ষী হাজিরা। আর আদালতে সাক্ষী হাজিরা নিশ্চিত করার দায়িত্বটা একমাত্র পুলিশই পালন করে থাকে। ত্রুততম সময়ের মধ্যে বিচার কার্যক্রম সমাপ্তিতে বিচার বিভাগকে সহায়তা করার লক্ষ্যে কিভাবে আদালতে সাক্ষী হাজিরা নিশ্চিত করা যায় তা নিয়ে রাজবাড়ী জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ একটি সভায় অংশগ্রহণ করেন।
সভায় সভাপতিত্ব করেন রাজবাড়ী জেলার পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান। সাক্ষী হাজিরা নিশ্চিত করার লক্ষ্যে বেশ কিছু পদক্ষেপ বাস্তবায়নের সিদ্ধান্ত গৃহীত হয়। সিদ্ধান্তসমূহ দ্রুত বাস্তবায়নের মাধ্যমে সাক্ষী হাজিরা নিশ্চিত করা হবে ফলশ্রুতিতে বিচার প্রার্থীদের দ্রুততম সময়ের মধ্যে বিচার পাওয়ার পথ সুগম হবে।