রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানা পুলিশ চাদাঁবাজী মামলার আসামী সুফল বিশ্বাস (৩৫) কে ওয়ান স্যুটার গান ও ২টি কার্তুজসহ গ্রেফতার করে জেল হাজতে প্রেরন করেছে। সুফল ফরিদপুর জেলার মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নের জান নগর গ্রামের পরিতোষ বিশ্বাসের ছেলে।
থানার এস আই রাজিবুল ইসলাম জানান, ২০ মে রাতে চাঁদাবাজী মামলার আসামী সুফল বিশ্বাসকে তার বাড়ী হতে গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে বালিয়াকান্দির সমাধিনগর বাজার এলাকা হতে অস্ত্র ও গুলাবারুদ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে অস্ত্র আইনে মামলা হয়েছে।
উল্লেখ্য রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের সমাধিনগর বাজারের ব্যবসায়ি পুষ আমলা গ্রামের অধির রায়ের ছেলে অশোক কুমার রায়ের বাড়ীতে বিল্ডিংয়ের নির্মান কাজ চলাকালীন। ১৯ মার্চ দুপুরে তার দোকানে এসে আকশুকনা গ্রামের মনমথ ঘোষের ছেলে মাধব ঘোষ(৩৫), মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নের জাননগর গ্রামের পরিতোষ বিশ্বাসের ছেলে সুফল বিশ্বাস(৩৫) সহ কয়েক জন ১ লক্ষ ২০ হাজার টাকা চাঁদা দাবী করে আধা ঘন্টা সময় বেধে দেয়। তাৎক্ষনিক ভাবে তিনি বাজারের ব্যবসায়িসহ গ্রােেমর গন্যমান্য ব্যক্তিদেরকে অবগত করে। বিকেলে মাধবসহ ৬/৭ জন দাবীকৃত টাকা আনতে গেলে স্থানীয় জনতা তাদেরকে ঘিরে ফেলে এ সময় তারা প্রান রক্ষার্থে গুলি করে ঘটনাস্থল ত্যাগ করে। এতে পুষ আমলা গ্রামের রাজেন সরকারের ছেলে রাজকুমার সরকার (৪০) ও নিতাই মন্ডলের ছেলে সুরঞ্জন মন্ডল(৪০) গুলিবিদ্ধ হয়। তাদেরকে ফরিদপুর মেডিকেলে ভর্তি করা হয়েছে। এব্যাপারে বালিয়াকান্দি থানায় একটি চাঁদাবাজী মামলা দায়ের করা হয়। উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই টিটুল হুসাইন । এ ঘটনায় সমাধিনগর বাজার এলাকার শান্তিপ্রিয় জনতা ও ব্যবসায়িরা সন্ত্রাসীদের গ্রেফতার পূর্বক শাস্তির দাবীতে মানবন্ধন করে। সুফলের বিরুদ্ধে একাধিক অস্ত্র মামলা রয়েছে।