রাজবাড়ী সাহিত্য পরিষদের উদ্যোগে শনিবার সন্ধ্যায় ‘কবিতা ও জীবন: লেখকের স্বাধীনতা ও সামাজিক দায়বদ্ধতা’ বিষয়ে সাহিত্য বৈঠক জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠিত বৈঠকে মুখ্য আলোচক ছিলেন কবি শাহেদ কায়েস।
অনুষ্ঠানের মিডিয়া পার্টনার দৈনিক আমাদের রাজবাড়ী।
মুখ্য আলোচক শাহেদ কায়েস তার বক্তৃতায় বলেন, সাহিত্য চর্চা আমাদের জীবনের জন্য খুবই জরুরি। সাহিত্য বৈঠকের মধ্য দিয়ে আমরা একে অপরের কাছ থেকে শেখার চর্চা করতে পারি। আমরা নিজেকে সমৃদ্ধ করতে পারি। লেখক সত্তা ও জীবন আলাদা কোনো বিষয় নয়। যারা শিল্প সাহিত্য চর্চা বা লেখালেখির সাথে জড়িত তারাই বিষয়টি উপলদ্ধি করতে পারেন। বৈঠকে অন্যদের মাঝে আলোচনায় অংশ নেন রাজবাড়ী সদর উপজেলা চেয়ারম্যান অ্যড. ইমদাদুল হক বিশ^াস, ফরিদপুর সাহিত্য পরিষদের সভাপতি প্রফেসর আলতাফ হোসেন, সাধারণ সম্পাদক মফিজ ইমাম মিলন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব অ্যড. দেবাহুতি চক্রবর্তী, রাজবাড়ী একাডেমির সভাপতি সৈয়দ সিদ্দিকুর রহমান, কলকাতা থেকে আগত লেখক গবেষক মলয় চন্দন মুখোপাধ্যায়, সাংস্কৃতিক সংগঠক ইমতিয়াজ হিমু, আতাউর রহমান প্রমুখ।
সাহিত্য বৈঠকে কবিতা আবৃত্তি করেন সালাম তাসির, আওয়াল আনোয়ার ও মীরুনা বানু মুন। সঙ্গীত পরিবেশন করেন হৈমন্তি বিজয়। অনুষ্ঠানের শুরুতে কবি শাহেদ কায়েসের জীবনী পাঠ করেন সানজিদা আক্তার।
অনুষ্ঠান সঞ্চালনা করেন রাজবাড়ী সাহিত্য পরিষদের আহ্বায়ক কবি খোকন মাহমুদ।
জেলার সাংস্কৃতিক সংগঠক, কর্মী, সাহিত্য প্রেমি, কবি ও সাংবাদিকবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের ছবি তুলেছে রাফিদুল ইসলাম।