রাজবাড়ীতে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচিতে যাওয়ার পথে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে যুবলীগ -ছাত্রলীগের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় পুলিশ ফাঁকা গুলি করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
শনিবার দুপুর ১২ টার দিকে রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ামের বাস ভবন থেকে একটি মিছিল বের হয়। মিছিলটি রাজবাড়ী শহরের মহিলা কলেজের সামনে আসলে ছাত্রলীগ-যুবলীগ বাধা দেয়। এসময় বিএনপি নেতাকর্মীরা পুলিশকে উদ্দেশ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফাকা গুলি করে। এসময় প্রায় ১০ জনকে আটক করে পুলিশ।
আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম অভিযোগ করে বলেন, কেন্দ্র ঘোষিত কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালনের জন্য আমরা প্রস্তুতি নিচ্ছিলাম। এ সময় রাজবাড়ী যুবলীগ, ছাত্রলীগ ও সেচ্ছাসেবক লীগ হামলা চালায়। এতে আমাদের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন। পরবর্তীতে আমরা মিছিল নিয়ে বের হলে পুলিশ আমাদের ওপর হামলা চালায়। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
আওয়ামী লীগ নেতারা শান্তি সমাবেশে বলেন, বিএনপি পরিকল্পিতভাবে ছাত্র ও যুবলীগের নেতাকর্মীদের উপর হামলা চালিয়েছে। মোটরসাইকেল ভাংচুর করেছে। এ ঘটনার তারা তীব্র প্রতিবাদ জানান।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহাদাত হোসেন জানান, বিএনপির সঙ্গে যুবলীগ ও ছাত্রলীগের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বিএনপির জনসমাবেশ : বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তিসহ ১০ দফা দাবিতে জেলা বিএনপি কার্যালয়ে গণসমাবেশ করে বিএনপি। দুপুর সাড়ে ১২টায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মন্ডলির সদস্য সাবেক বিরোধী দলীয় চীফ হুইপ জয়নুল আবেদীন ফারুখ। রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক অ্যড. লিয়াকত আলীর সভাপতিত্বে বক্তৃতা করেন বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, সহ সাংগঠনিক সম্পাদক মাশুকুর রহমান, সেলিমুজ্জামান সেলিম প্রমুখ।