শেখ হাসিনা রাষ্ট্রনৈতিকতা এবং মানবিকতার সার্থক সমন্বয় ঘটিয়েছেন বলে মন্তব্য করেছেন রাজবাড়ী জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে জেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভায় এমন কথা বলেন বক্তারা। বুধবার বিকালে রাজবাড়ী জেলা আওয়ামীলীগের আয়োজনে জেলা আওয়ামীলীগ কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রাজবাড়ী জেলা আওয়ামীলীগের সভাপতি ও রাজবাড়ী -২ আসনের সংসদ সদস্য মো. জিল্লুল হাকিমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তৃতা করেন জেলা আওয়ামীলীগের সহ সভাপতি রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার, রেজাউল হক, ফকরুজ্জামান মুকুট, হেদায়েত আলী সোহরাব, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সোহেল রানা টিপু, অ্যড. শফিকুল আযম মামুন প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক অ্যড. সফিকুল হোসেন।
বক্তারা বলেন, শেখ হাসিনা রাষ্ট্রনৈতিকতা এবং মানবিকতার সার্থক সমন্বয় ঘটিয়েছেন। ১৯৮১ সালে বঙ্গবন্ধুহীন বাংলাদেশে ফিরে বঙ্গবন্ধুর আদর্শ পুনঃপ্রতিষ্ঠার সংগ্রামে আত্মনিয়োগ করেন। রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত হয়ে বাংলাদেশকে অনন্য উচ্চতায় উন্নীত করেছেন।
আলোচনা সভায় জেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ বিভিন্ন অংগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মিরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও দেশের জন্য দোয়া করা হয়।
উল্লেখ্য, ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে নির্মমভাবে নিহত হন। দেশের বাইরে অবস্থান করা বেঁচে যান তার দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা। এরপর তাদের প্রবাসে দীর্ঘদিন কাটাতে হয়। আওয়ামী লীগ শেখ হাসিনাকে সভাপতি নির্বাচন করলে ১৯৮১ সালের ১৭ মে তিনি দেশে ফিরে আসেন।