বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ ২০২৩ এ ভাষা ও সাহিত্য ক্যাটাগরীতে (মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান ও মাদ্রাসা) শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে অনুষ্ঠিত প্রতিযোগিতায় কলেজ পর্যায় দেশ সেরা শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন কুইন। গত বছরও বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ ২০২২ এ দেশ সেরা শিক্ষার্থী হন।
আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে শিক্ষা মন্ত্রণালয় তার হাতে শ্রেষ্ঠত্বের পুরস্কার তুলে দেয়। এই আয়োজনে বিভিন্ন ক্যাটাগরিতে ২১৩ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কার প্রদান করা হয়। এরা সকলেই পাঁচ ধাপে শ্রেষ্ঠত্বের লড়াইয়ে দেশ সেরা। বিদ্যালয়ে কুইন বিভিন্ন শ্রেণীতে বৃত্তি পেয়েছেন। সংগীতসহ বিভিন্ন সৃজনশীল কর্মকান্ডে জাতীয় পর্যায় ইতিপূর্বে তার প্রতিভার স্বাক্ষর রেখেছেন। বিদ্যালয়ে পড়াকালীন সময় তিনি ঢাকা বিভাগের মেধা অন্বেষণ প্রতিযোগিতায় শ্রেষ্ঠ শিক্ষার্থী হয়েছেন। তিনি রাজবাড়ী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও প্রশাসক বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বারের নাতনী ও রাজবাড়ী রেড ক্রিসেন্ট ইউনিটের সাধারণ সম্পাদক শামীমা আক্তার মুনমুনের ছোট কন্যা।