জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ রাজবাড়ী শাখার আয়োজনে সংগঠনের নিজস্ব কার্যালয়ে শনিবার বিকেলে রবীন্দ্র জন্ম জয়ন্তী উপলক্ষ্যে আলোচনা সভা ও কবি গুরু রবীন্দ্র নাথ ঠাকুরের ভাবধারায় পরিচালিত বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন ও ব্যাক্তি বর্গের উপস্থিতিতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সাংস্কৃতিক অনুষ্ঠানে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের সহ-সভাপতি জাহিদ হোসেনের পরিচালনায় সূচনা সঙ্গীত” ঐ মহামানব আসে ” পরিবেশনে কণ্ঠ দান করেন নাজমুল ইমাম, উর্মি হাসান, কনিকা সরকার। একক সঙ্গীত পরিবেশন করেন শিশু শিল্পী নিদিতা হক আদিবা, রনজিৎ সরকার, মুনিরুল হক। কী বোর্ডে ছিলেন রাজাহাসান। তাল যন্ত্রে ছিলেন নিখিল সরকার। পরবর্তীতে সমবেত সঙ্গীত পরিবেশন করেন অরনি সাংস্কৃতিক সংসদ এর শিশু শিল্পীবৃন্দ।
অরণি সংসদের সাধারণ সম্পাদক আশরাফুল হক সুমন, বৈচিত্র সাংস্কৃতিক সংগঠনের আজাদ সিদ্দিকী মিলন, বিশেষ অতিথি শিল্পী হৈমন্তী বিজয় ও আসিফ মাহমুদ সঙ্গীত পরিবেশন করেন। আবৃত্তি করেন রশিদ আল্ কামাল, শাহনাজ পারভীন।
আলোচনা সভায় বক্তব্য রাখেন রকিবুল হাসান পিয়াল ভাইস চেয়ারম্যান উপজেলা পরিষদ রাজবাড়ী, মুনিরুল হক সাবেক সভাপতি জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ, রাজবাড়ী শাখার সাধারণ সম্পাদক শাহ মো. জাহাঙ্গীর জলিল, কুতুবউদ্দিন সিদ্দিকী প্রধান শিক্ষক বালিয়াকান্দি পাইলট হাইস্কুল, সাবেক ছাত্র নেতা আব্দুল্লাহ আল মামুন রঞ্জন, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব মো. আতাউর রহমান, উদিচী সাংস্কৃতিক গোষ্ঠীর নেতা আজিজুল হক খোকা প্রমুখ।