বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৮:৫৩ অপরাহ্ন

কালুখালীতে নকলমুক্ত পরিবেশে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত

কালুখালী প্রতিনিধি ॥
  • Update Time : সোমবার, ১ মে, ২০২৩
  • ৯৫ Time View

নকলমুক্ত পরিবেশে রবিবার রাজবাড়ীর কালুখালী উপজেলায় এসএসসি ও দাখিল পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। উভয় পরীক্ষায় ২ হাজার ১ শ ৪০ পরীক্ষার্থী অংশ নেয়।

কালুখালী উচ্চ বালিকা বিদ্যালয় কেন্দ্রে এ বছর ২ টি কেন্দ্রে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

কেন্দ্র সচিব মো. শাজাহান আলী শেখ জানান, রবিবার বাংলা বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। কালুখালী কেন্দ্রে এ বছর ১ হাজার ১ শ ৩৫ জন পরীক্ষার্থী অংশ নেয়।

কালুখালী দাখিল মাদরাসা কেন্দ্রে মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনস্থ দাখিল পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। মাদরাসা কেন্দ্রের সচিব মাওলানা লুৎফর রহমান জানান, রবিবার প্রথম দিন কোরআন ও তাজবীদ বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ওই পরীক্ষায় ২ শ ৫৫ জন পরীক্ষার্থী অংশ নেয়।

এছাড়া কালুখালীর মৃগী বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রের ২ কেন্দ্রে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্র সচিব শাহজাহান আলী জানায়, মৃগী বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ বছর ৭ জন ৫০ জন পরীক্ষার্থী অংশ নেয়।

কালুখালী উপজেলা নির্বাহী অফিসার শাহ মো. সজিব জানান, কালুখালীর এসএসসি ও দাখিল পরীক্ষা শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। পরীক্ষা কেন্দ্র নজরদারির জন্য এ বছর সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022 daily Amader Rajbari
Theme Dwonload From ThemesBazar.Com