রাজবাড়ী সদর উপজেলার রায়নগর বাটিকামারী বিলে কৃষক আব্দুল আলীমের ৬০ শতাংশ জমির ধান কেটে বাড়িতে পৌঁছে দিয়েছেন জেলা কৃষক লীগের নেতাকর্মীরা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় রোববার সকাল সাড়ে ১০টার দিকে তারা এ কর্মসূচি পালন করে। এ সময় উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা কৃষক লীগের আহ্বায়ক আবু বক্কার খান, যুগ্ম আহ্বায়ক মোস্তফা মাহমুদ হেনা মুন্সী, বিপ্লব মুক্ত বিশ্বাস, রাজবাড়ী সদর উপজেলা কৃষক লীগের সভাপতি আল মামুন আরজু, সাধারণ সম্পাদক আলাউদ্দীন আলাল, কালুখালী উপজেলা কৃষক লীগের সদস্যসচিব মিজানুর রহমান, রাজবাড়ী পৌর কৃষক লীগের আহ্বায়ক শাহিদুল হক তিতু, মো. রাজু আহমেদ, আ. মতিন, নাহিদ স্বপন প্রমুখ।
কৃষক আব্দুল আলীম বলেন, ‘শ্রমিকসংকট, শ্রমিকের মজুরি বৃদ্ধিতে দিশেহারা হয়ে পড়ি। কৃষক লীগ এ সময় পাশে এসে দাঁড়ানোয় আমি উপকৃত হয়েছি। এ কারণে আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কৃষক লীগের নেতাকর্মীদের কাছে কৃতজ্ঞ।’
রাজবাড়ী জেলা কৃষক লীগের আহ্বায়ক আবু বক্কার খান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমির চন্দ্র, সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতি এমপির নির্দেশনায় অসহায় কৃষকদের ধান কেটে বাড়িতে পৌঁছে দেয়া হচ্ছে।