দক্ষিণ বঙ্গের প্রবেশদ্বার দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে সকল লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। বৈরী আবহাওয়ার কারণে শনিবার (২৯ এপ্রিল) বিকেল ৪টা থেকে অনিদির্ষ্ট সময়ের জন্য ওই নৌপথে সকল লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করেছে বিআইডাব্লিউটিএ। এদিকে লঞ্চ চলাচল বন্ধ থাকলেও ওই নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে।
বিআইডব্লিউটিএ-এর ট্রাফিক পরিদর্শক মো. আফতাব হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, প্রবল বাতাস ও ভারি বৃষ্টিপাতে বৈরী আবহাওয়া পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ অবস্থায় দুঘটর্না এড়াতে শনিবার বিকেল ৪টা থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লঞ্চসার্ভিস বন্ধ ঘোষণা করা হয়েছে। আবহাওয়া পরিস্থিতি অনুকুলে আসার পর লঞ্চ সাভির্স চালু করা হবে বলে তিনি জানান।
এদিকে বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক (বাণিজ্য) মোহাম্মদ সালাউদ্দিন জানিয়েছেন, দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে বতর্মান লঞ্চ চলাচল বন্ধ থাকলেও ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে। ছোট বড় ১৮টি ফেরি সার্বক্ষণিক ভাবে চলাচল করছে।