রাজবাড়ীর গোয়ালন্দে ইভটিজিং এর প্রতিবাদ করায় একই পরিবারের দুই সদস্যকে কুপিয়ে গুরুতর জখম করেছে বখাটেরা। বর্তমানে তারা গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। এ ঘটনায় থানায় মামলা হয়েছে এবং আসামীদের গ্রেফতারে তৎপর রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গত সোমবার দুপুরে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ছোটভাকলা ইউনিয়নের বিলডাঙ্গা এলাকায় নাতনীদের নিয়ে পুকুরে গোসল করতে গিয়েছিলেন এক নারী। এসময় তার নাতনীদের ইভটিজিং করে বখাটে মিজান সহ তার সহযোগিরা। এর প্রতিবাদ করায় বখাটেরা পিটিয়ে ও কুপিয়ে জখম করে।
এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে বেশ কয়েকজনকে আসামী করে বুধবার গোয়ালন্দ ঘাট থানায় মামলা করা হয়েছে।
আহত নারী দোষীদের শাস্তির দাবি জানিয়ে বলেন, আমার নাতনীদেরকে ইভটিজিং করেছে বখাটে ছেলেরা। তাদের নামে মামলা করা হয়েছে। আমরা ভয়ে আছি এবং নিরাপত্তাহীনতায় আছি। আমাকে যারা মারধর করেছে কুপিয়ে জখম করেছে সকলের শাস্তির দাবি জানাই।
বখাটেদের হামলায় অপর আহত বলেন বলেন, যারা আমাদেরকে মারধর করেছে সমাজে তারা সবাই আতংক। কেউ তাদের ভয়ে কিছুই বলে না। তারা খারাপ কাজ করে ইতোপূর্বেও তাদের নামে অনেক অভিযোগ রয়েছে।
এ ব্যাপারে গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে এবং আসামীদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।