রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শেখ সুমন সবুজকে গুলি করে হত্যা মামলায় গোলাম মোস্তফা শেখ ও যুবরাজ নামে দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার গোলাম মোস্তফা রাজবাড়ী সদর উপজেলার গোপালবাড়ী গ্রামের মো. দিরাজ আলী শেখের ছেলে। যুবরাজের বাড়ি একই ইউনিয়নের হাওলি জয়পুর গ্রামে।
মঙ্গলবার বিকেলে নিহত ছাত্রলীগ নেতার বাবা সামছুল আলম বাবু বাদী হয়ে একটি হত্যা মামলা করেন। রাজবাড়ী সদর থানায় করা ওই মামলায় আসামি করা হয় অজ্ঞাতপরিচয়দের।
গত রোববার রাতে ছাত্রলীগ নেতা সবুজসহ কয়েকজন নিজ বাড়ির বসতঘরে ব্যবসায়ীক হিসাব করছিলেন। রাত ১০টার দিকে একদল দূর্বৃত্ত ঘরের জানালা দিয়ে গুলি করে পালিয়ে যায়। এ সময় ছাত্রলীগ নেতা সবুজ ও সজিব শেখ গুলিবিদ্ধ হন। তাদের উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে রাত সাড়ে ১২টার দিকে সবুজ মারা যান। এ ঘটনায় আহত সজীব শেখ এখনো হাসপাতালে চিকিৎসাধীন।
মামলার তদন্তকারী কর্মকর্তা রাজবাড়ী সদর থানার এসআই কামরুজ্জামান সিকদার বলেন, গ্রেফতার দুজন আদালতে ১৬৪ ধারায় জবানবন্দী দিয়েছে।