রাজবাড়ীর বালিয়াকান্দিতে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
সোমবার জঙ্গল ইউনিয়নের ধর্মতলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে দিনব্যাপী এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
বালিয়াকান্দি ধর্মতালা ছাত্র সংঘের আয়োজনে এসময় মেডিসিন, সার্জারি, চর্মরোগ এবং চক্ষু রোগীসহ বিভিন্ন রোগের পরামর্শপত্রসহ বিনামুল্যে ব্লাড প্রেসার, ডায়াবেটিস নির্ণয়, রক্ত পরীক্ষার মতো সেবা প্রদান করতে উপস্থিত ছিলেন ঢাকা পিজি হাসপাতালের ওরাল এন্ড ম্যাক্সিলো-ফেসিয়াল সার্জারিতে অভিজ্ঞ ডাঃ কল্লোল কুমার বিশ্বাস, কুমিল্লা বিকো এন্ড আই হাসপাতালের ট্রেইন্ড ইন অফথালমোলজি (চক্ষু) বিষয়ে অভিজ্ঞ ডা. পলাশ মজুমদার, বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সুমন কুমার সরকার, মেডিকেল অফিসার ডাঃ অমৃত সরকার, জঙ্গল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কল্লোল কুমার বসু, ধর্মতলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কুমারেশ চন্দ্র বাছাড় প্রমুখ।
ধর্মতলা ছাত্র সংঘের সাধারণ সম্পাদক ডঃ বিদ্যুৎ মাতুব্বর বলেন, আমাদের এলাকার ছাত্রদের হাতেগড়া সংগঠন এটি। সংঘটনের পক্ষ হতে আমরা এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কাজে সর্বদা নিজেদের নিয়েজিত রাখি। সংগঠনের পক্ষ হতে এলাকার মানুষের মান-সম্মত চিকিৎসা সেবা প্রদান করার লক্ষেই আজ এধরনের আয়োজন করেছি। আমাদের এরকম আয়োজন আগামীতেও অব্যাহত থাকবে। এলাকার মানুষের বিপদে তাদের পাশে থাকাই আমাদের সংগঠনের মূল লক্ষ্য।
ধর্মতলা ছাত্র সংঘের সভাপতি ডা. অমৃত সরকার বলেন, আমাদের গ্রামের মানুষ সহজ-সরল ও অসহায়। কিছু কিছু পরিবারের মানুষ বেশিই কষ্টে জীবন-যাপন করে আর এসকল মানুষের মুখে হাসি ফুটানোই আমাদের সংগঠনের কাজ। যেসকল অভিজ্ঞ চিকিৎসকগণ আমাদের এসকল অসহায় মানুষের পাশে এসে বিনামুল্যে পরিশ্রম দিয়ে সহযোগিতা করেছেন তাদের কাছে আমরা কৃতজ্ঞ।