রাজবাড়ীর গোয়ালন্দে জলাতঙ্ক রোগ নির্মূলে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ২ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভাটির আয়োজন করে স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখা (এমডিভি)। এতে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৈয়দ আমিরুল হক শামীম। কর্যক্রমের উপর বক্তব্য রাখেন এমডিভির প্রোগ্রাম সুপার ভাইজার মোহাম্মদ রাসেল খন্দকার।
সভায় জানানো হয়, সরকার ২০৩০ সালের মধ্যে দেশকে জলাতঙ্ক রোগ মুক্ত করার লক্ষ্য নিয়ে কাজ করছে। এর জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় ২০১০ সাল হতে সারাদেশে কুকুরকে টিকাদানসহ বিভিন্ন সচেতনতাধর্মী কার্যক্রম বাস্তবায়ন করছে। এর ধারাবাহিকতায় আগামী ১৩ থেকে ১৭ এপ্রিল পর্যন্ত ৫ দিন গোয়ালন্দ সহ রাজবাড়ীর ৫ টি উপজেলায় ব্যাপকহারে কুকুরকে টিকাদান করা হবে।
সভা সঞ্চালনা করেন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো. শরীফুল ইসলাম। এসময় আরও উপস্থিত ছিলেন গোয়ালন্দ পৌরসভার প্যানেল মেয়র নাসির উদ্দিন রনি, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা নুরুল ইসলাম তালুকদার, ডা. মো. রুহুল আমিন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো. আসাদুজ্জামান খান, স্যানিটারি ইন্সপেক্টর মো. কামাল হোসেন, মেডিকেল টেকনোলোজিষ্ট (ইপিআই) মো. রফিকুল ইসলাম, এমডিভির ফিল্ড মনিটরিং অফিসার মো. শাহাবুদ্দিন প্রমূখ।