রাজবাড়ীর ৭৩৮ টি শিক্ষা প্রতিষ্ঠানের ৫৪৩ টিতেই শহীদ মিনার নেই। এসব শিক্ষা প্রতিষ্ঠানের কোনটিতে অস্থায়ীভাবে শহীদ মিনার বানিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা পালনের উদ্যোগ নেয় হয়। অনেক প্রতিষ্ঠানে তাও করা হয়না।
রাজবাড়ী জেলায় প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক মিলিয়ে শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ৭৩৮টি। এরমধ্যে শহীদ মিনার রয়েছে মাত্র ১৯৫ টি শিক্ষা প্রতিষ্ঠানে। ৫৪৩ টিতেই নেই কোন শহীদ মিনার। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এলেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর কোন কোনটিতে অস্থায়ীভাবে শহীদ মিনার বানিয়ে শ্রদ্ধাঞ্জলি দেওয়া হয় আয়োজন করা হয় অনুষ্ঠানের। শহীদ মিনার না থাকা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর বেশিরভাগেই মাতৃভাষা দিবস পালনে তেমন কোন আয়োজন হয়না। এতে ভাষা আন্দোলন, ভাষা শহীদ ও মাতৃভাষার ইতিহাস জানা থেকে বঞ্চিত হচ্ছে শিক্ষার্থীরা। জেলার সব শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার নির্মাণের দাবি জানিয়েছেন শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।
এ বিষয়ে রাজবাড়ী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার- অহীন্দ্র কুমার মন্ডল জানান, খুব শীঘ্রই আমরা জেলার প্রাথমিক সকল বিদ্যালয়ে শহীদ মিনার স্থাপন করার জন্য কাজ করে যাচ্ছি। জেলায় প্রাথমিক বিদ্যালয় রয়েছে ৪৮৪ টি এতে শহীদ মিনার রয়েছে ১০১ টিতে এবং ৩৮৩ টি বিদ্যালয়ে শহীদ মিনার নাই।
রাজবাড়ী জেলা শিক্ষা অফিসার মো. হাবিবুর রহমান জানিয়েছেন, শহীদ মিনার নির্মাণের বিষয়ে উধ্বতন কতৃপক্ষকে জানিয়েছি। খুব সম্ভব জেলার সকল প্রতিষ্ঠানে শহীদ মিনার নির্মাণ করা জরুরী। জেলায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক প্রতিষ্ঠান রয়েছে ২৫৪ টি এতে শহীদ মিনার রয়েছে ৯৪ টিতে এবং ১৬০ টি প্রতিষ্ঠানেই শহীদ মিনার নাই।