রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় আওয়ামী লীগ নেতা আলেব মৃধার পুকুর পাড়ে পানি আটকে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।
এতে করে ইউনিয়নের ৭,৮ ও ৯ নং ওয়ার্ডের অন্তত দুই হাজার বিঘা ফসলি জমি পানির নিচে ডুবে চরমভাবে ক্ষতির শিকার হয়েছেন এলাকার কয়েকশ কৃষক। আলেব মৃধা দৌলতদিয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।
ক্ষতিগ্রস্ত কৃষক চানমিয়া শেখ, হাতেম খান, জমির শেখ,লিয়াকত আলীসহ কয়েকজন জানান, কিছুদিন আগে ভারি বৃষ্টিপাতে এ এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে করে মাঠের অন্তত দুই হাজার বিঘা জমির পিয়াজ, রসুন, ধান, টমেটো, বেগুন,ভূট্রা, রসুন, করলা ক্ষেত ডুবে গিয়ে নষ্ট হয়ে গেছে। এতে করে চরমভাবে ক্ষতির শিকার হয়েছেন তারা। অনেকেই ধার দেনা ও এনজিও হতে লোন নিয়ে চাষাবাদ করেছিলেন। পানি না নামায় নতুন করেও চাষাবাদ করতে পারছেন না তারা।
এ বিষয়ে মুঠোফোনে আলাপকালে আলেব মৃধা দাবি করেন, তার পুকুর চালায় চোং দেয়া আছে। সেখান দিয়ে অনায়াসে পানি বের হতে পারে।
তবে সরেজমিন দেখা যায়, পুকুর পাড়ে সরু একটি চোং থাকলেও পুকুরের চালা ভেঙে তার মুখ বন্ধ হয়ে গেছে।
দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল বলেন, জলাবদ্ধতার জন্য আলেব মৃধা দায়ী। পানি বের হয়ে যাওয়ার জন্য আমি তাকে পুকুর পাড়ে বড় করে চোং দেয়ার অনুরোধ করেছি।কিন্তু তিনি কথা শোনেন না।
গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন বলেন, তিনি সরেজমিন দেখে শীঘ্রই এ বিষয়ে প্রতিকারের ব্যবস্থা নেবেন। ওই এলাকায় বিএডিসির মাধ্যমে সহজে পানি নিষ্কাশনে স্থায়ী ব্যবস্থার জন্যও তারা চেষ্টা করছেন বলে তিনি জানান।