জন্ম থেকেই দু হাত হারানো হাবিবুর পা দিয়ে লিখেই এবার দিচ্ছেন আলিম পরিক্ষা। দেশের স্যাটেলাইট টিভি (বাংলা টেলিভিশন) অনলাইন ও প্রিন্ট মিডিয়া সহ বিভিন্ন মাধ্যমে এমন সংবাদ প্রকাশের পর মেধাবী শিক্ষার্থী হাবিবুর রহমানকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন ভালোবাসার রাজবাড়ী ফাউন্ডেশন।
শুক্রবার দুপুর ১২ টার দিকে হাবিবুরের গ্রামের বাড়ি রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার মৃগী ইউনিয়নের হেমায়েতখালী গ্রামে গিয়ে তার হাতে পৌছে দেন বিদেশী উন্নতমানের কম্বল,শিক্ষা উপকরণ ও খাদ্য সহায়তা।
জন্ম থেকে দু হাত না থাকার পরও পা দিয়ে লিখেই সফলতার সাথে প্রাথমিক ও মাধ্যমিক পেরিয়ে এবার আলিম পরিক্ষা দিচ্ছেন হাবিবুর। তার স্বপ্ন বড় আলেম হবার। অদম্য এই শিক্ষার্থীর শিক্ষার গতিকে আরও ত্বরান্বিত করতে এবং তার স্বপ্ন পূরণের অংশিদার হতেই পাশে এসে দাড়িয়েছে ভালোবাসার রাজবাড়ী ফাউন্ডেশন।
এ সময় উপস্থিত ছিলেন ভালোবাসার রাজবাড়ী ফাউন্ডেশন সভাপতি কাজী তানভীর মাহমুদ, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ, পাংশা প্রেসক্লাবের সদস্য সাংবাদিক মেহেদী হাসান।
উপহার পেয়ে অনেক খুশি ও আনন্দ প্রকাশ করে জন্মগত শারীরিক প্রতিবন্ধী মো. হাবিবুর রহমান।
তিনি বলেন, আমি জন্মগত শারীরিক প্রতিবন্ধী। তবে আমি লেখাপড়া চালিয়ে যেতে চাই। বাবা মা ও সকলের দোয়া নিয়ে আমি একদিন ভালো কিছু করতে পারবো ইনশাআল্লাহ। আজ ভালোবাসার রাজবাড়ী ফাউন্ডেশন থেকে আমাকে উপহার সামগ্রী প্রদান করেছে। এতে আমি অনেক খুশি হয়েছি। সমাজের হৃদয়বান ব্যক্তিদের সহযোগীতা কামনা করছি।
পাংশা প্রেসক্লাবের সদস্য সাংবাদিক মেহেদী হাসান বলেন, অদম্য মেধাবী হাবিবুর রহমানের দুই হাত নেই। হাবিব জন্মগতভাবেই শারীরিক প্রতিবন্ধী তার দুটি হাত নেই তবে সে অত্যন্ত মেধাবী এবং ভালো ছাত্র। তার ভিতরে অনেক প্রতিভা এবং আত্মবিশ্বাস রয়েছে। সে ভবিষ্যতে ভালো কিছু করতে চায়।
ভালোবাসার রাজবাড়ী ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা সভাপতি মানবিক সাংবাদিক কাজী তানভীর মাহমুদ জানান, দীর্ঘ দিন ধরে সামাজিক ও মানবিক কর্মকান্ড পরিচালনা করছে ‘ভালোবাসার রাজবাড়ী ফাউন্ডেশন’। সকলের দান অনুদানের অর্থে ফাউন্ডেশনের কার্যক্রম পরিচালিত হচ্ছে।