বান্দরবন জেলার তুমব্রু সীমান্তে মাদক চোরাকারবারিদের গুলিতে নিহত ডিজিএফআই কর্মকর্তা নিহত রেজওয়ান রুশদির দাফন মঙ্গলবার বিকেলে রাজবাড়ীর পাংশায় সম্পন্ন হয়েছে। তিনি পাংশা উপজেলার পাট্টা ইউনিয়নের পুঁইজোর এলাকার ডা. আব্দুল মতিনের ছেলে। পাঁচ ভাই বোনের মধ্যে তিনি ছিলেন সবার বড়। এ ঘটনায় নিহতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
বেলা সোয়া তিনটার দিকে বাংলাদেশ এয়ার ফোর্স ৬৫০ হেলিকপ্টারে করে তার মরদেহ পাংশা সরকারি জর্জ উচ্চ বিদ্যালয় মাঠে নামানো হয়। সেখানে বাংলাদেশ বিমান বাহিনীর একটি চৌকষ দল গার্ড অব অর্নার প্রদান করেন। এ সময় জর্জ স্কুল মাঠে হাজারো মানুষের সমাগম ঘটে।
জানা যায়, র্যাব ও ডিজিএফআই মাদকবিরোধী যৌথ অভিযান পরিচালনাকালে সোমবার বান্দরবান জেলার তুমবব্রু সীমান্ত এলাকায় মাদক চোরাকারবারিদের সঙ্গে সংঘর্ষ হয়।
সংঘর্ষে মাদক চোরাকারবারিদের গুলিতে ডিজিএফআইয়ের কর্মকর্তা রেজওয়ান রুশদি নিহত হন এবং র্যাবের এক সদস্য আহত হন।