রাজবাড়ীর গোয়ালন্দে অবস্থিত ৩০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্কুল পড়ুয়া ৩ হাজার ৬শত ৭২ জন শিক্ষার্থী পেল শিক্ষা সামগ্রী হিসাবে বাংলা ও ইংরেজি খাতাসহ লেখার কলম।
১৫ নভেম্বর মঙ্গলবার দুপুরে আন্তর্জাতিক সংস্থা সেভ দ্য চিলড্রেনের সার্বিক সহযোগিতায় কর্মজীবী কল্যাণ সংস্থা (কেকেএস) এর ক্যাচ-আপ-ক্লাব প্রকল্পের বাস্তবায়নে কেকেএস শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণ হতে গোয়ালন্দ উপজেলার ৩০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের হাতে খাতা, কলম তুলে দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কেকেএস এর নির্বাহী পরিচালক বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার, গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন, গোয়ালন্দ ঘাট থানা অফিসার ইনচাজর্ (ওসি) স্বপন কুমার মজুমদার, ফকীর আব্দুর জব্বার কলেজের অধ্যক্ষ মোয়াজ্জেম হোসেন বাদল, উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী আসাদ, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, দৌলতদিয়া ইউপি চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আবু সাঈদ মন্ডল, রাজবাড়ী সেভ দ্য চিলড্রেন ম্যানেজার (শিক্ষা) সাইফুল ইসলাম খান সেলিম, সহকারী ম্যানেজার (শিক্ষা) ওহিয়ার রহমান, দৌলতদিয়া সংরক্ষিত মহিলা সদস্য চায়না বেগম, দৌলতদিয়া মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মুহাম্মদ শহিদুল ইসলাম, কেকেএস প্রকল্প সমন্বয়কারী (শিক্ষা) রুমা খাতুন প্রমুখ।