রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী সোমবার গোয়ালন্দে বিভিন্ন প্রকল্প ও কর্মসূচির উদ্বোধন করেছেন।
এসব কর্মসূচির মধ্যে রয়েছে নবনির্মিত উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রের শুভ উদ্বোধন, গোয়ালন্দ নাজিরউদ্দিন সরকারি পাইলট হাই স্কুলে আধুনিক শ্রেণি কক্ষের শুভ উদ্বোধন। যেখানে সুসজ্জিত কক্ষ, মাল্টিমিডিয়া প্রজেক্টর সাউন্ড সিস্টেম সহ এবং ডিজিটাল ক্লাস নেয়ার জন্য বিভিন্ন উপকরণ রয়েছে।
কৃষকের মাঝে সরকারি সার, বীজ ও শস্য বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন, কৃষি উপকরণ পাওয়ার ট্রিলার, ট্রাক্টর বিতরণ, প্রকৃত জেলেদের মাঝে ২০টি বকনা বাছুর বিতরণ। এছাড়া তিনি শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন। যেখানে ছাত্রছাত্রীদের কথা শুনো সমস্যা সমাধানের আশ্বাস প্রদান করেন।
কর্মসূচিতে জেলা মৎস্য কর্মকর্তা মশিউর রহমান, কৃষি সম্প্রসারণ অফিসের উপপরিচালক সহিদ নুর আকবর, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা মুন্সী, ইউএনও জাকির হোসেন, গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদারসহ ভাইস চেয়ারম্যানবৃন্দ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ এবং উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।