রাজবাড়ীর গোয়ালন্দে ২০২২-২৩ অর্থ বছরে প্রণোদনা কার্যক্রমের আওতায় রবি মৌসুমে আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রান্তিক কৃষকদের মাঝে বিভিন্ন ধরণের বীজ, সার, ও ট্রাক্টর বিতরণ করা হয়।
উপজেলা কৃষি অফিস থেকে মঙ্গলবার গোয়ালন্দ উপজেলার নির্বাহী কর্মকর্তা মা. জাকির হোসেনের সভাপতিত্বে দুপুরে বিতরণ করেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. খোকননুজ্জামান।
এসময় আরও উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নার্গিস পারভিন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জুলফিকার হোসেন, উজানচর ইউপি চেয়ারম্যান গোলজার হোসেন মৃধা।
গোয়ালন্দ কৃষি অফিস সুত্রে জানা যায়, আজ ১১,৩৬০ প্রান্তিক কৃষকদের মাঝে গম, ভুট্টা, সরিষা, চিনাবাদাম, সূর্যমুখি, পেয়াজ, মুগ, মসুর ও খেসারি ডাল কৃষকের মাঝে বিতরন করা হয়। তাছাড়া তারা বিঘা প্রতি দশ কেজি করে ডিএমপি ও এমপি কেজি করে সার বিতরণ করেন।