টিআইবি ও সচেতন নাগরিক কমিটি (সনাক) রাজবাড়ী অনুপ্রেরণায় গঠিত অ্যকটিভ সিটিজেন গ্রুপের (এসিজি) এর আয়োজনে শেরে বাংলা বালিকা উচ্চ বিদ্যালয়ের এর হল রুমে একটি কমিউিনিটি একশন সভা বুধবার সকালে অনুষ্টিত হয়েছে। সনাক সভাপতি প্রফেসর মো. নুরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন সনাক সদস্য সৌমিত্র শীল চন্দন।
সভায় বক্তব্য রাখেন শেরে বাংলা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম, কমিউনিটি পুলিশিং এর রাজবাড়ী সদর উপজেলার সাধারণ সম্পাদক আব্দুর রহিম মোল্লা সনাক সদস্য কবি খোকন মাহমুদ, ভূমি বিষয়ক এসিজি সহ-সমন্বয়ক রকিবুল ইসলাম প্রমূখ বক্তব্য রাখেন। সভায় এসিজির লক্ষ্য উদ্দেশ্য এবং কার্যক্রম বিষয়ে আলোচনা করেন টিআইবি এর এরিয়া কো-অর্ডিনেটর মাসুদ আহমেদ। সভায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং এসিজি পারস্পরিক সহায়তার মাধ্যমে সুশাসন বাস্তবায়নে সহায়ক হিসাবে কাজ করবেন বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন। উল্লেখ্য যে ভূমি সেবায় রাজবাড়ী সদর উপজেলা ভূমি অফিস স্বচ্ছতার সাথে কাজ করতে আগ্রহী এবং দ্রুত সময়ে ভূমি সেবায় স্বচ্ছতা বাস্তবায়নে ইতিমধ্যে নানাবিধ কার্যক্রম বাস্তবায়ন শুরু করেছেন। সভায় বক্তারা বলেন, বর্তমানে সদর উপজেলা ভূমি অফিসে সরকার নির্ধারিত ফি ছাড়া অন্য কোন টাকা কোন দালাল বা অন্য কেউ দাবী করলে তা সহকারী কমিশনার(ভূমি) কে জানালে তিনি আন্তরিকতার সাথে ব্যবস্থা গ্রহণ করবেন। উপজেলা ভূমি অফিসের সাথে সনাক এর এ্যাডভোকেসী কার্যক্রম চলমান। সভায় স্থানীয় পর্যায়ের বিভিন্ন শ্রেনী পেশার ৮০ জন অংশগ্রহণ করেন।