দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী গৃহায়ন ঋণ গ্রহীতা নারীর ঋণের অপরিশোধিত সমুদয় পাওনা বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষের সহযোগিতায় মওকুফ করেছে কর্মজীবী কল্যাণ সংস্থা (কেকেএস)।
কেকেএস এর গৃহায়ন প্রকল্পের একজন ঋণ গ্রহিতা মাহফুজা আক্তার রেখা দুরারোগ্য ব্যাধি জন্ডিসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। মাহফুজা আক্তার রেখা রাজবাড়ী সদরের বাগমারা গ্রামের ইউনুস আলীর স্ত্রী। ঋণ গ্রহণের পাঁচ মাসের মাথায় তিনি মারা যান। কেকেএস এর নির্বাহী পরিচালক বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার এর ব্যক্তিগত প্রচেষ্টায় বাংলাদেশ ব্যাংক গৃহায়ন তহবিল কর্তৃপক্ষ মৃত ব্যক্তির নিকট মোট পাওনা ১,৩৫,৭৫৮ টাকা মওকুফ করে চিঠি প্রদান করেন। মাহফুজা আক্তার রেখা’র পরিবারকে সরেজমিনে পরিদর্শনে আসেন বাংলাদেশ ব্যাংক এর যুগ্ম পরিচালক মো. খুরশীদ আলম এবং উপ-পরিচালক মোহাম্মদ আজিজুল হক। কেকেএস এর নির্বাহী পরিচালক বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার এই পরিদর্শন টিমের নেতৃত্ব দেন। বাংলাদেশ ব্যাংক প্রতিনিধিগণ মওকুফকৃত ঋণ গ্রহীতার পরিবারের সকল সদস্য, বৃদ্ধ শশুর তুতা মাতবরসহ স্থানীয় ব্যক্তিবর্গ ও প্রতিবেশী সচেতন ছাত্রদেরকে মওকুফের বিষয়ে অবহিত করেন এবং পরিবারের খোঁজ খবর নেন। এছাড়াও প্রতিনিধিদের সাথে আরও উপস্থিত ছিলেন কেকেএস এর ক্রেডিট কো-অর্ডিনেটর শাহাদত হোসেন, আইন ও গৃহায়ন প্রোগ্রাম অফিসার মোহাম্মদ নাসির উদ্দিন ।