রাজবাড়ী জেলা আওয়ামী লীগের উদ্যোগে বৃহস্পতিবার জেলাহত্যা দিবস পালিত হয়েছে। বিকেলে দলীয় কার্যালয়ের মুক্তমঞ্চে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য জিল্লুল হাকিমের সভাপতিত্বে বক্তৃতা করেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সহ সভাপতি কাজী কেরামত আলী, রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফ^কীর আব্দুল জব্বার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী, রাজবাড়ী জেলা পরিষদ চেয়ারম্যান শফিকুল মোর্শেদ আরুজ, সাবেক ছাত্রলীগ নেতা রেজাউল হক রেজা, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সোহেল রানা টিপু, জেলা আওয়ামী লীগ নেতা অ্যড. শফিকুল আযম মামুন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রমজান আলী খান, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহিদা আক্তার তন্বি, জেলা যুব মহিলা লীগের সভাপতি কানিজ ফাতেমা চৈতি, সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শওকত হাসান, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফি।
আলোচনা সভা শেষে জাতীয় চার নেতার আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এর আগে জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষকলীগ, মহিলা লীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।