সরকারি নির্দেশনা অমান্য করে রাত আটটার পর দোকান খোলা রাখায় রাজবাড়ী বাজারের আটজন ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অর্থদন্ড দেওয়া হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন রাজবাড়ী জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাইফুল হুদা।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বিদ্যুৎ ও জ্বালানী সাশ্রয়ের লক্ষ্যে সারাদেশে রাত ৮টার পর দোকান, শপিংমল, মার্কেট, বিপণী বিতান, কাঁচা বাজার ইত্যাদি বন্ধ রাখার সরকারি আদেশ বাস্তবায়নে রাজবাড়ী সদর উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ বাজার ও জনসমাগমস্থলে মোবাইল কোর্ট পরিচালিত হয়।
এ মোবাইল কোর্টের আওতায় সরকারি আদেশ অমান্য করে রাত ৮টার পরেও দোকান, শপিংমল ও মার্কেট খোলা রাখার অপরাধে ৮টি মামলায় অর্থদন্ড প্রদান করা হয় এবং সরকারি আদেশ কঠোরভাবে মেনে চলতে সতর্ক করা হয়। এ অভিযানে আরও অংশ নেন রাজবাড়ী জেলা পুলিশের একটি চৌকস দল।