রাজবাড়ীর গোয়ালন্দের দেবগ্রামে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের ২৭ নম্বর বেথুরী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলায় অংশ গ্রহণ জেলার প্রত্যন্ত অঞ্চল থেকে আসা ৬০ জন খেলোয়াড়। ঐতিহ্যবাহী এ লাঠি খেলা দেখতে হাজারো মানুষের ঢল নামে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি- মো. মোস্তফা মুন্সী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান- মো. আসাদুজ্জামান চৌধুরী আসাদ, উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান গোলাম মাহবুবুর রাব্বানী, জেলা পরিষদের ২ নং ওয়ার্ডের নবনির্বাচিত সদস্য মো. ইউনুছ মোল্লা, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল, দেবগ্রাম ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. আজাদ মোল্লা, দেবগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সসম্পাদক গিয়াসউদ্দিন, জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন-সাধারণ সম্পাদক ফারুক খান, দেবগ্রাম স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও ৪ নং ওয়ার্ডের মেম্বার নুরুল ইসলাম নুরাল সহ প্রমুখ।
খেলায় অংশগ্রহণকারী ৬০ জন খেলোয়াড়দের প্রত্যেককে একটি করে গামছা দেওয়া হয়।