রাজবাড়ী জেলা তথ্য অফিসের উদ্যোগে শুক্রবার সকালে রাজবাড়ী যুব উন্নয়ন অধিদপ্তরে হলরুমে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি(এপিএ) এর আওতায় মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা তথ্য অফিসার শাহিন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশন রাজবাড়ীর উপপরিচালক মো. শাহাবুদ্দিন। বিশেষ অতিথি ছিলেন গৌতম চন্দ্র দে, উপপরিচালক, যুব উন্নয়ন অধিদপ্তর, রাজবাড়ী ও মোহাম্মদ ইসতিয়াজ ইউনুস, সহকারী পরিচালক, পরিবার পরিকল্পনা অধিদপ্তর, রাজবাড়ী। এছাড়া স্থানীয় নেতৃবৃন্দ, স্থানীয় সুধীজনসহ বিপুল সংখ্যক নারীরা সমাবেশে উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে মো. শাহাবুদ্দিন বলেন, আমাদের দেশে নারীরা বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কাজ করে দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখছে। তিনি বলেন নারীরা তাদের অর্থনৈতিক ভূমিকার পাশাপাশি সমাজ থেকে বাল্যবিবাহ, মাদক, যৌতুক, গুজব ও অপপ্রচার দূরীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। বাল্যবিবাহ আমাদের সামজিক ব্যধি, নারীদের বাল্যবিবাহ থেকে রক্ষা করে শিক্ষা-দীক্ষা ও কারিগরি শিক্ষায় দক্ষ করে মানবসম্পদে পরিনত করতে পারলে ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ হবে।
অপর বক্তারা বলেন, সুস্থ-সবল ভবিষৎ প্রজন্ম ও দক্ষ মানব সম্পদ গড়ার করার ক্ষেত্রে নারীদের মাতৃত্বকালীন স্বাস্থ্য সেবার ওপর গুরুত্ব দিতে হবে। বাল্যবিবাহ, মাদক, নারী ও শিশু প্রতি সহিংতা ও গুজব ও অপপ্রচার সমাজ ও রাষ্ট্রের উন্নয়নের জন্য বড় বাধা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণ ও ২০৪১ সালের মধ্যে উন্নত ও সমৃদ্ধ ডিজিটাল গড়তে হলে আমাদের প্রত্যকের জায়গা থেকে এসব সমস্যা সমাধানে ভূমিকা পালন করতে হবে।