স্টাফ রিপোর্টার ॥ অগ্নিঝরা মার্চের প্রথম দিন রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের টেকসই অভিষ্টসমূহ বাস্তবায়ন সম্পর্কিত জেলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে । জেলা প্রশাসক (সার্বিক) জনাব মোঃ মাহাবুর রহমান শেখ মহোদয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা জনাব ফকীর আব্দুল জব্বার মহোদয় উপস্থিত ছিলেন। তিনি সভায় মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করে জানান যে, তার পাশ থেকেই শহিদ মুক্তিযোদ্ধা ফকীর মহিউদ্দিন শহিদ হন। এসডিজি বাস্তবায়ন প্রসঙ্গে তিনি বলেন রাজবাড়ী জেলায় উৎপাদিত কৃষিপণ্য যেন রাজবাড়ীর মানুষ ভোগ করতে পারে, সেই সাথে কৃষক যেন তার ন্যায্য দাম পায় সেদিকে খেয়াল রাখতে হবে।
সভ্য়া আলোচ্য সূচি ছিল ১. কার্যালয় ভিত্তিক কর্মপরিকল্পনা প্রনয়ন অগ্রগতি পর্যালোচনা ২.এসডিজি ৪.ক.১ (গুনগত শিক্ষা) সংক্রান্ত বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা এবং ৩. জেন্ডার সমতা সংক্রান্ত ৫.৩.১ লক্ষমাত্রার বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা। সভায় অন্যান্যদের মধ্যে রাজবাড়ী জেলা সিভিল সার্জন জনাব মোহাম্মদ ইব্রাহিম টিটন, উপ-পরিচালক ফ্যামিলি প্লানিং, উপপরিচালক সমাজসেবা সহ কিিটর অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন ।