ডাকাতির প্রস্তুতিকালে দেশিয় অস্ত্রসহ চারজনকে গ্রেপ্তার করেছে গোয়ালন্দ ঘাট থানার পুলিশ। বুধবার ভোরের দিকে গোয়ালন্দঘাট থানাধীন বাহির চর দৌলতদিয়া সাত্তার মেম্বার পাড়ার জনৈক আলম মোল্লা এর পরিত্যক্ত খাবার হোটেলের উত্তর পাশে কাশ ফুলের ঝোপের মধ্যে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো লোকমান মন্ডল (৩৫), পিতা-মৃত হযরত আলী মন্ডল, সাং-উম্বার কাজীর পাড়া, বাবু ফকির (২৮), পিতা-মৃত ওহেদ ফকির, সাং-বাহিরচর দৌলতদিয়া শাহাদাৎ মেম্বার পাড়া, গেদা মৃধা (৪৫), পিতা-জব্বার মৃধা, সাং-উত্তর দৌলতদিয়া সিদ্দিক কাজীর পাড়া, সর্ব থানা-গোয়ালন্দঘাট এবং হেলাল শেখ (২৭), পিতা-মোঃ দুলাল শেখ, মাতা-মোছাঃ সীমা বেগম, সাং-গৌরীপুর গোয়ালন্দ মোড়, থানা-রাজবাড়ী। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে ১৫ ইঞ্চি লম্বা একটি লোহার তৈরি চাপাতি, ৯ ইঞ্চি লম্বা একটি স্টীলের চাকু এবং ৩০ ইঞ্চি লম্বা একটি স্টীলের এসএস পাইপ।
গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। এব্যাপারে আসামিদের বিরুদ্ধে মামলা দায়েরের পর রাজবাড়ীর আদালতে চালান করা হয়েছে।