নিজস্ব প্রতিবেদক ॥ রাজবাড়ীতে গণ টিকাদান কর্মসূচীতে রাবেয়া আক্তার মিতু নামে এক নারীকে পরপর দুই ডোজ টিকা দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার দুপুরে রাজবাড়ী সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। তবে স্বাস্থ্য কর্তৃপক্ষ এ অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেছেন। অভিযোগকারী মিতু রাজবাড়ী শহরের শ্রীপুর এলাকার আব্দুর রাশেদ খানের স্ত্রী। তিনি মানিকগঞ্জ জেলার একটি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের শিক্ষক। রাবেয়া আক্তার মিতু অভিযোগ করে বলেন, শনিবার সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয় কেন্দ্রে করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ নিতে যান। স্বাস্থ্যকর্মী প্রথমে এক ডোজ টিকা দিয়ে পরে আরেকটি ডোজ টিকা দেন। পরে আমি বিষয়টি সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুর রহমানের কাছে গিয়ে বলেন। তারা আমাকে বাড়িতে গিয়ে বিশ্রাম নিতে বলেছেন।
রাজবাড়ী সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুর রহমান জানান, এ অভিযোগ সঠিক নয়। এক সিটিংয়ে দুই ডোজ টিকা দেওয়ার সুযোগ নেই। এছাড়া তিনিই কীভাবে দিতে দিলেন এ প্রশ্নও চলে আসে। বিষয়টি শোনার পর তিনি এবং সিভিল সার্জন সেখানে গিয়ে ওই নারীর সাথে কথা বলেছেন। তার ব্যক্তিগত মোবাইল নম্বর ওই নারীকে দিয়েছেন। যদি স্বাস্থ্যগত সমস্যা দেখা দেয় তাহলে তিনি যেন যোগাযোগ করেন। কিন্তু এখন পর্যন্ত (সন্ধ্যা সাড়ে ৬টা) তিনি ফোন দেননি। তার মানে তিনি সুস্থ আছেন।